• মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
  • সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র সাতক্ষীরা খুলনা মহাসড়ক সংলগ্ন প্রাচীর বেষ্টিত ছায়া ঘেরা সুন্দর পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। কোবলা সূত্রে ক্রয়কৃত জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বহুমূখি উচ্চ বালিকা বিদ্যালয়। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু আছে। গার্হস্থ্য অর্থনীতি, মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রেণি পাঠদানের ব্যবস্থা আছে। ছাত্রী সংখ্যা চার (৪) শতাধিক। ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে দুইটা শাখা আছে। অষ্টম ও নবম শ্রেণি পর্যন্ত শাখা খোলা প্রক্রিয়াধীন রহিয়াছে। ১৯৭০ সালে ১লা জানুয়ারী প্রতিষ্ঠালগ্নে সাতক্ষীরার সুযোগ্য মহকুমা প্রশাসক জনাব মোঃ আব্দুল হাকিম বিদ্যালয়টির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মরহুম আব্দুল আহাদ খান, মুফতি মোঃ আতিয়ার রহমান, ডাঃ এ. জি. খান, আবু আহমেদ মাষ্টার, মোঃ আবুল হোসেন ও মোঃ ফজলুর রহমান প্রমুখ ব্যক্তি বর্গের ঐকান্তিক প্রচেষ্ঠায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

    • সভাপতির বাণী
  • মোঃ নুরুল হুদা
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • উজ্জ্বল কান্তি শর্ম্মা
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • https://youtu.be/EEEk3vhppyg?si=tdYvjQ1QHwL72EXY
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology